বান্দরবানে জামায়াত প্রার্থী প্রত্যাহার, ভোটের মাঠে বিএনপি-এনসিপি

বান্দরবান প্রতিনিধি: সারা দেশের মতো বান্দরবানের ৩০০ আসনেও জমজমাট হয়ে উঠেছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একদিকে বিএনপির হেভিওয়েট প্রার্থী সাচিং প্রু জেরী এবং অন্যদিকে জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম। এছাড়া পাহাড়ি সংগঠন জেএসএসও প্রার্থী দেওয়ার কথা ছিল।

প্রচারণা দীর্ঘদিন চালিয়েও তফসীল ঘোষণার পরে প্রথমেই তিন পার্বত্য জেলার জেএসএস সমর্থিত প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। তবে স্থানীয়রা মনে করছেন, বান্দরবানের উপজাতীয় ভোট মূলত বিএনপির দিকে যাবে।

এদিকে সারাবছর মাঠে প্রচারণা চালিয়ে তীরের মতো সাজিয়ে যাওয়া জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামের পরিস্থিতি সংকটাপন্ন। এনসিপি নেতা এসএম সুজা উদ্দিনকে জোটবাধনের কারণে আসনটি ছেড়ে দিতে হয়। মঙ্গলবার (২০ জানুয়ারি) কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়ন প্রত্যাহার করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শামিম আরা রিনি।

ফলে স্থানীয়রা মনে করছেন, বিএনপি প্রার্থীর জন্য নির্বাচনে জয়ী হওয়া এখন অনেকটাই নিশ্চিত। জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে এই সিদ্ধান্তকে কেন্দ্র করে ক্ষোভ বিরাজ করছে। কারণ এবারের নির্বাচনে আবুল কালাম সাচিং প্রু জেরীর জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে ছিলেন, কিন্তু সেই প্রতিদ্বন্দ্বিতা আর হলো না।

স্থানীয় কয়েকজন জামায়াত নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, এবারের নির্বাচন জামায়াতের জন্য কিছু আসন নিশ্চিত হলেও এনসিপির কারণে হার মেনে নিতে হয়েছে। কিছু আসনে জয়ী হওয়ার সম্ভাবনা থাকলেও দলীয় সমঝোতার কারণে মনোনয়ন প্রত্যাহার করা হয়েছে।

অবশেষে জেএসএস এবং জামায়াতের প্রার্থী না থাকায় বিএনপি প্রার্থীর নির্বাচনী পথ একপ্রকার পরিষ্কার হয়ে গেছে। তবে সাধারণ জনগণ এই পরিস্থিতিতে প্রার্থীদের মূল্যায়ন কীভাবে করবেন, তা নিয়ে সংশয় প্রকাশ করছেন স্থানীয়রা।

বিষয়টি নিয়ে জামায়াত সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম জানান, দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান রেখে মনোনয়ন প্রত্যাহার করেছি।

চাটগাঁ নিউজ/ইলিয়াছ/এমকেএন

Scroll to Top