আলীকদমে অবৈধ ইটভাটায় অভিযান, ৯ লাখ টাকা জরিমানা

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের আলীকদম উপজেলায় অবৈধভাবে পরিচালিত তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে ৯ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজুর আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে এবিএম ব্রিক ফিল্ডের মালিক শামসু, আলীবাজার এফবিএমের মালিক শওকত তালুকদার এবং ইউবিএমের মালিক জামাল উদ্দিনের মালিকানাধীন ইটভাটাগুলোকে মোট ৯ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে বনবিভাগের সহায়তায় প্রায় ৭ হাজার ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজুর আলম জানান, অবৈধ তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে জরিমানা আদায়ের পাশাপাশি তিনজনকে আসামি করে তিনটি মামলা দায়ের করা হয়েছে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

চাটগাঁ নিউজ/ইলিয়াছ/এমকেএন

Scroll to Top