ফটিকছড়িতে অভিযানে ৯টি দেশীয় একনলা বন্দুক উদ্ধার

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ির ভূজপুর থানা পুলিশের অভিযানে ৯টি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ এবং ভূজপুর থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে’র নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে সুয়াবিল বারোমাসিয়া চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রায় ৫০০ গজ পেছনে চা বাগানের জঙ্গলের ভেতর অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীদের ফেলে যাওয়া দুটি বস্তা উদ্ধার করা হয়। বস্তা দুটির ভেতর থেকে মোট ৯টি দেশীয় তৈরি একনলা বন্দুক পাওয়া যায়। উদ্ধারকৃত অস্ত্রসমূহ সাক্ষীদের উপস্থিতিতে জব্দতালিকা মূলে জব্দ করা হয়েছে।

ভূজপুর থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নাশকতা সৃষ্টি, আধিপত্য বিস্তার এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে এসব আগ্নেয়াস্ত্র সেখানে মজুদ করে রাখা হয়েছিল। এ ঘটনায় অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।

চাটগাঁ নিউজ/আনোয়ার/এমকেএন

Scroll to Top