চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজার শহরের লাইটহাউজ এলাকায় এক যুবকের মরদেহ উদ্ধারের ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ভাড়া বাসার একটি কক্ষ থেকে শফিউল আলম পলাশ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল আনুমানিক ১১টার দিকে লাইটহাউজ দারুল উলুম মাদ্রাসা সংলগ্ন একটি বাসার শৌচাগারের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শফিউল আলম পলাশ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাসিন্দা। তিনি কক্সবাজার শহরের একটি স্থানীয় দোকানে বিক্রয়কর্মী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পলাশ ওই ভাড়া বাসায় তার সহকর্মী আমান উল্লাহ ও রিফাতের সঙ্গে বসবাস করতেন। ঘটনার সময় রিফাত চট্টগ্রামে অবস্থান করছিলেন এবং আমান উল্লাহ কর্মস্থলে ছিলেন। সকালে বাসায় ফিরে আমান উল্লাহ শৌচাগারের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তিনি বাড়ির মালিক ও পুলিশকে বিষয়টি জানান।
খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে পলাশের নিথর দেহ উদ্ধার করে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন জানান, প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং আলামত সংগ্রহের জন্য সিআইডির ক্রাইম সিন ইউনিটকে অবহিত করা হয়েছে।
তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি স্বাভাবিক মৃত্যু নাকি আত্মহত্যা—তা ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন







