কক্সবাজারে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজার পৌরসভার বিজিবি ক্যাম্প পশ্চিম পাড়ায় রহিদ বড়ুয়া (১৯) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে বাড়ির অদূরে একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত রহিদ বড়ুয়া ওই এলাকার বাসিন্দা কালু বড়ুয়ার ছেলে। তিনি চট্টগ্রামের নিউ মার্কেটের একটি দোকানে চাকরি করতেন বলে পরিবার জানিয়েছে।

নিহতের বাবা কালু বড়ুয়া জানান, শনিবার রাত আনুমানিক ১২টার দিকে রহিদ বাড়ির সামনে অবস্থান করছিলেন। এ সময় দুটি অটোরিকশাযোগে কয়েকজন এসে তাকে ডেকে নিয়ে যান। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরদিন ভোরে পার্শ্ববর্তী এক আত্মীয়ের বাড়ির আঙিনায় থাকা একটি তেঁতুল গাছে গামছা পেঁচানো অবস্থায় রহিদের ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা।

তিনি আরও অভিযোগ করেন, ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে প্রায় তিন মাস আগে স্থানীয় ছোটন নামের এক ব্যক্তির সঙ্গে রহিদের বিরোধ হয়। সে সময় মুচলেকা দিয়ে রহিদ চট্টগ্রামে চলে যান। সম্প্রতি বাড়িতে ফেরার পর পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, মৃত্যুর আগে রহিদকে মারধর করা হয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দীন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যা না আত্মহত্যা—তা নিশ্চিত করা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top