চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফে নৌবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ শামশুল হক ওরফে বদাফুলা নামে এক শীর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়েছে। অভিযানে তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, পিস্তলের তিন রাউন্ড তাজা গুলি, দুটি শর্টগানের তাজা গুলিসহ কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
রোববার (১৮ জানুয়ারি) দিবাগত রাতে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
নৌবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনী টেকনাফ কন্টিনজেন্ট ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে শামশুল হক পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত শামশুল হক ওরফে বদাফুলা দীর্ঘদিন ধরে মাদক পাচার, অপহরণ করে মুক্তিপণ আদায় এবং জোরপূর্বক জমি দখলসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় হত্যা ও অস্ত্র আইনে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।
অভিযান শেষে অস্ত্রসহ আটক শামশুল হককে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন







