চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম-৬ রাউজান আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।
আজ সোমবার (১৯ জানুয়ারি) তিনি দলের নির্বাচনী প্রতীক বরাদ্দসংক্রান্ত চিঠি গ্রহণ করেন।
দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত ধানের শীষ প্রতীক বরাদ্দের ওই চিঠি দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া হবে। বিষয়টি নিশ্চিত করেছেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ব্যক্তিগত সহকারী খোরশেদ আলম এবং বিএনপির স্থানীয় সিনিয়র নেতারা।
এর আগে একই আসনে প্রথমে গিয়াস কাদেরকে দলীয় মনোনয়ন দেওয়া হলেও পরবর্তীতে গোলাম আকবর খোন্দকারকেও মনোনয়ন দেওয়ায় দুজনই মনোনয়নপত্র দাখিল করেন। এতে দলীয় নেতাকর্মী ও রাউজানবাসীর মধ্যে বিভ্রান্তি ও উৎকণ্ঠা তৈরি হয়।
শেষ পর্যন্ত দলের সিদ্ধান্ত অনুযায়ী ধানের শীষ প্রতীক পেয়েছেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরী—এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির সংশ্লিষ্ট নেতাকর্মীরা।
চাটগাঁ নিউজ/এমকেএন







