চট্টগ্রাম-৯ আসনে প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতের ফজলুল হক

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম-৯ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী একেএম ফজলুল হকের মনোনয়ন বৈধতা ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

রবিবার (১৮ জানুয়ারি) উচ্চ আদালতের মাধ্যমে মনোনয়নের বৈধতা ফিরে পান বলে জানা গেছে।

এর আগে গত সোমবার দ্বৈত নাগরিত্বের কারণে বাতিল হওয়া ফজলুল হকের প্রার্থিতা নির্বাচন কমিশনের আপিল শুনানিতে ফিরে পাওয়া যায়নি। এসময় তিনি প্রার্থিতা পেতে আদালতে যাওয়ার কথা বলেছিলেন।

উল্লেখ্য, চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ‘মর্যাদাপূর্ণ’ আসন ধরা হয় নগরীর কোতোয়ালি ও বাকলিয়া থানা নিয়ে গঠিত চট্টগ্রাম-৯ আসন। এ আসনে বিএনপির প্রার্থী দলের দক্ষিণ জেলার সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান। জামায়াত-বিএনপির প্রার্থীসহ মোট ১২ জন এ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top