চট্টগ্রাম-৪ আসনে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর মনোনয়ন বৈধ

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও আকবর শাহ-পাহাড়তলী আংশিক) আসনে বিএনপি প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশনের আপিল বিভাগ।

রোববার (১৮ জানুয়ারি) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আপিল শুনানিতে সিদ্ধান্ত জানানো হয়।

ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া ও যমুনা ব্যাংক ঋণখেলাপের অভিযোগে তার প্রার্থিতা বাতিলের জন্য আবেদন করেছিল। তবে শুনানির পর কমিশন সব আবেদন খারিজ করে আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল রাখে।

সূত্র জানায়, আসলাম চৌধুরী ট্রাস্ট ব্যাংকের ঋণগ্রহীতা ছিলেন এবং অন্য দুটি ব্যাংকের ঋণের ক্ষেত্রে তিনি জামিনদার হিসেবে যুক্ত ছিলেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top