চট্টগ্রামে সাব্বির হত্যা মামলার আসামি রাফসান গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর হালিশহর থানায় দায়ের করা সাব্বির হত্যা মামলার অন্যতম আসামি ইরফাত আলী ওরফে রাফসানকে (২০) গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। তিনি পাহাড়তলী থানার বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে।

র‍্যাব-৭ সূত্রে জানা যায়, শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আকবরশাহ থানার কৈবাল্যধাম রেলবিট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি আরও জানান, কিশোর গ্যাং ‘ফাইতন গ্রুপ’-এর সঙ্গে সংশ্লিষ্ট সাব্বির হত্যা মামলায় গ্রেপ্তার রাফসানকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হালিশহর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top