চট্টগ্রামে তারেক রহমানের সফর: পলোগ্রাউন্ড পরিদর্শন করলেন মেয়র

চাটগাঁ নিউজ ডেস্ক: দীর্ঘ দুই দশক পর আগামী ২৫ জানুয়ারি চট্টগ্রাম সফরে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ তথ্য জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

এই সফরকে কেন্দ্র করে রবিবার (১৮ জানুয়ারি) চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠ পরিদর্শন করেন মেয়র। এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম বরাবরই রাজনৈতিক ইতিহাস গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি স্মরণ করিয়ে দেন, ২০১২ সালে পলোগ্রাউন্ড ময়দানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাবেশে বিপুল মানুষের উপস্থিতি বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য নজির সৃষ্টি করেছিল। তার মতে, আগামী ২৫ জানুয়ারিও সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে পারে।

তিনি আরও বলেন, চট্টগ্রামবাসী অধীর আগ্রহে তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে। সেদিন চট্টগ্রামকে ঘিরে তারেক রহমানের ভবিষ্যৎ পরিকল্পনা তিনি নিজেই তুলে ধরবেন, যা শোনার জন্য নগরবাসী অপেক্ষায় রয়েছে।

সফরের অংশ হিসেবে ওই দিন সন্ধ্যায় নগরীর ঐতিহাসিক জমিয়তুল ফালাহ মসজিদে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top