চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরের প্রার্থীতা বাতিলের দাবিতে করা আপিল খারিজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই আসনের জামায়াত প্রার্থী অধ্যক্ষ নুরুল আমীনের করা আপিলটি কমিশন গ্রহণযোগ্য মনে না করায় সরোয়ার আলমগীরের প্রার্থীতা বহাল থাকে।
রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে নির্বাচন কমিশনে আপিলটির শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে কমিশন জামায়াত প্রার্থীর আপিলটি বাতিলের সিদ্ধান্ত দেয়।
এর আগে বুধবার নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দাখিল করে জামায়াত প্রার্থী অধ্যক্ষ নুরুল আমীন। অভিযোগে তিনি সরোয়ার আলমগীরের বিরুদ্ধে ঋণখেলাপির তথ্য গোপনের মাধ্যমে মনোনয়নপত্র দাখিলের অভিযোগ তুলে তার প্রার্থীতা বাতিলের দাবি জানান।
এ বিষয়ে প্রতিক্রিয়ায় বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীর বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন।
তিনি দাবি করেন, জনগণের সমর্থনের মুখে এসব অপপ্রচার টিকবে না। তিনি আরও বলেন, তিনি দীর্ঘদিন ধরে ফটিকছড়ির মানুষের সঙ্গে মাঠে রয়েছেন এবং ভবিষ্যতেও জনগণের পাশেই থাকবেন।
চাটগাঁ নিউজ/এমকেএন







