ঈদে হাসির নাটক ‘বউ প্যারা দেয়’ আসছে মোশাররফ-নীলা জুটিতে

বিনোদন ডেস্ক: জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও লাক্স তারকা নীলাঞ্জনা নীলাকে একসঙ্গে দেখা যাবে নতুন টেলিভিশন নাটক ‘বউ প্যারা দেয়’-এ। সাইফ আহমেদের রচনা ও পরিচালনায় নির্মিত এই কমেডি নাটকের শুটিং সম্প্রতি শেষ হয়েছে। নির্মাণসংশ্লিষ্টদের মতে, নাটকটি আগামী ঈদে টিভি পর্দায় প্রচারের লক্ষ্যেই তৈরি করা হয়েছে।

নাটকটির কাহিনি আবর্তিত হয়েছে এক দম্পতির সংসারজীবনকে ঘিরে। দাম্পত্য জীবনের নানান টানাপোড়েন, ছোটখাটো ঘটনা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হাস্যরসের ছলে তুলে ধরা হয়েছে এতে। গল্পের ভেতর দিয়ে বোঝানো হয়েছে—জীবনের সুখ-দুঃখের পথে এগিয়ে যেতে পারস্পরিক বিশ্বাস ও ভালোবাসার গুরুত্ব কতটা।

নাটকটি প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, স্বামী-স্ত্রীর সম্পর্কের মধুর ও তিক্ত অভিজ্ঞতার মিশেলে নাটকটি সাজানো হয়েছে। দর্শক এখানে হাসির পাশাপাশি একটি সুন্দর বার্তাও খুঁজে পাবেন। সহশিল্পী নীলার অভিনয়ের প্রশংসা করে তিনি জানান, আগেও একাধিক কাজে নীলার সঙ্গে কাজ করেছেন এবং তিনি বরাবরই মনোযোগ দিয়ে চরিত্রে ঢোকার চেষ্টা করেন।

অন্যদিকে নীলাঞ্জনা নীলা বলেন, মোশাররফ করিমের মতো একজন গুণী অভিনেতার সঙ্গে কাজ করা সবসময়ই আনন্দের। তিনি সেটে অত্যন্ত সাধারণ ও সহযোগিতাপূর্ণ থাকেন, যা একজন জুনিয়র শিল্পী হিসেবে তার জন্য বড় প্রেরণা। দর্শকের কাছে নাটকটি ভালো লাগবে বলেই তার বিশ্বাস।

এর আগেও ‘জামাই বউ অতি চালাক’, ‘প্রেমের কোনো বয়স নাই’, ‘রঙ্গিলা মজিদ’, ‘ফিটফাট বাবু’ ও ‘বিড়ম্বনায় বাবু’সহ একাধিক নাটকে এই জুটি দর্শকের মন জয় করেছে। নতুন নাটক ‘বউ প্যারা দেয়’-এও সেই ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা করা হচ্ছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top