শহীদদের রাষ্ট্র কখনো ভুলে যেতে পারে না: তারেক রহমান

চাটগাঁ নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, যারা শহীদ হয়েছেন তাদের প্রতি রাষ্ট্রের সুস্পষ্ট দায়িত্ব রয়েছে এবং কোনো অবস্থাতেই রাষ্ট্র তাদের ভুলে যেতে পারে না।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল সোয়া ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে চীন–মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’-এর উদ্যোগে আয়োজিত গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে গুম ও খুনের শিকার পরিবারের সদস্যদের বর্ণনা শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন তারেক রহমান। অশ্রুসজল কণ্ঠে তিনি বলেন, ফ্যাসিবাদী শাসনামলে নির্যাতনের শিকার অসংখ্য প্রিয় মানুষ আজ তার সামনে উপস্থিত। তাদের ত্যাগ ও বেদনা যেন কখনোই বৃথা না যায়, সে জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা গুম ও হত্যার শিকার হয়েছেন, তাদের আত্মত্যাগের মধ্যেই একটি গণতান্ত্রিক রাষ্ট্রের আকাঙ্ক্ষা নিহিত রয়েছে। সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে রাষ্ট্র ও সরকারের ওপর বড় ধরনের দায়-দায়িত্ব বর্তায়, যা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

তারেক রহমান জানান, শহীদদের আত্মত্যাগ জনমনে জাগ্রত রাখতে বিএনপি ভবিষ্যতের জন্য কিছু পরিকল্পনা গ্রহণ করেছে। তবে নির্বাচন কমিশনের বিধিনিষেধের কারণে এই মুহূর্তে সেগুলো বাস্তবায়ন সম্ভব হচ্ছে না।

তিনি ঘোষণা দেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য শহীদদের আত্মত্যাগ স্মরণীয় করে রাখতে জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নাম শহীদদের নামে নামকরণ করা হবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top