বোয়ালখালীতে বিদেশি অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার ২

বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে এক আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে বিপুল পরিমাণ বিদেশি অস্ত্র, অস্ত্র তৈরির উপকরণ ও গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের বেংগুরা এলাকায় বোয়ালখালী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো. রাসেল প্রধানের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় উপজেলার হোরারবাগ এলাকার চেয়ারম্যান বাড়ির মৃত আবুল বশরের ছেলে মো. সালাহউদ্দিন রুমি (৫১) ও সাইফুল ইসলাম বাপ্পি (৫৬)— এই দুইজনকে আটক করা হয়। তাদের ভাই বেলাল হোসেন সারোয়াতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

অভিযান সূত্রে জানা গেছে, অভিযানে ৪টি বিদেশি শটগান, ২টি বিদেশি পিস্তল, ১৩ রাউন্ড গোলাবারুদ (অ্যামুনিশন) এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির উপকরণ উদ্ধার করা হয়। এছাড়াও তাদের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

ক্যাম্প কমান্ডার মেজর মো. রাসেল প্রধান জানান, সন্ত্রাসী সালাহউদ্দিন রুমির বিরুদ্ধে অস্ত্র মামলাসহ মোট ৬টি মামলা এবং সাইফুল ইসলাম বাপ্পির বিরুদ্ধে অস্ত্র মামলাসহ মোট ৪টি মামলা রয়েছে। তারা বিগত নির্বাচনসহ বিভিন্ন সময়ে অস্ত্র প্রদর্শন ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল।

তিনি আরও জানান, এই সন্ত্রাসীরা নিজস্ব পদ্ধতিতে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরি করত এবং বোয়ালখালীসহ চট্টগ্রামের বিভিন্ন সংঘবদ্ধ সন্ত্রাসী দলের কাছে অস্ত্র বেচাকেনা করে আসছিল। আসন্ন নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের গ্রেপ্তার একটি বড় সহায়ক ভূমিকা রাখবে।

পরবর্তীতে বোয়ালখালী থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে জব্দকৃত মালামালের তালিকা প্রস্তুত করে এবং আটককৃতদের সুস্থ অবস্থায় পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য বোয়ালখালী থানায় নিয়ে যাওয়া হয়।

চাটগাঁ নিউজ/ইয়াসিন/এমকেএন/জেএইচ

Scroll to Top