চাটগাঁ নিউজ ডেস্ক: ৮৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হলেন পাহাড়তলী চক্ষু হাসপাতালের ডা. রবিউল হোসাইনের ছেলে রিয়াজ হোসাইন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় পাহাড়তলী চক্ষু হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পাহাড়তলী থানা পুলিশ।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার রিয়াজ হোসাইনের বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট রয়েছে। তার পিতাসহ কয়েকজন মিলে ৮৫০ কোটি টাকা আত্মসাৎ করেছেন এমন অভিযোগে পাহাড়তলী থানায় মামলা রয়েছে।
পাহাড়তলী থানা সূত্রে আরও জানা গেছে, অর্থ আত্মসাত সংক্রান্ত একটি বড় আর্থিক অনিয়মের মামলায় রিয়াজ হোসাইন দীর্ঘদিন ধরে পুলিশের নজরদারিতে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সমর্থ হয় পুলিশ।
পাহাড়তলী থানার এক এসআই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, রিয়াজকে থানা হেফাজতে রাখা হয়েছে। মামলার তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ চলছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালের প্রায় ৮৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২০২৪ সালের ১৬ ফেব্রুয়ারি মামলাটি দায়ের করা হয়। এই মামলায় চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রবিউল হোসাইনসহ আরও তিনজনকে আসামি করা হয়েছিল।
চাটগাঁ নিউজ/জেএইচ






