পড়া হয়েছে: 62
ওমান প্রতিনিধি: ওমানের সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাসিন্দা মা-ছেলেসহ তিন প্রবাসী বাংলাদেশির মরদেহ দেশে ফিরবে।
আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল ৫টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট মৃতদেহ নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।
নিহতদের স্বজন জানে আলম গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, গাড়ি উল্টে নিহত হয়েছেন ফটিকছড়ির বাসিন্দা সাকিবুল হাসান, তার মা বিলকিস আকতার এবং ভগ্নিপতি দিদারুল আলম। তিনি জানান, মরদেহগুলো আজ বিকেলে ঢাকায় এসে পৌঁছাবে।
সাকিবুল হাসান ও তার পরিবার দীর্ঘদিন ধরে প্রবাসী হিসেবে ওমানে বসবাস করছিলেন।
চাটগাঁ নিউজ/টমাস/এমকেএন







