আমিরাত প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠন আয়োজিত এক অনুষ্ঠানে নবনির্বাচিত সিআইপি আলহাজ্ব আবুল বশরকে সম্মাননা জানানো হয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিশেষ সিআইপি নির্বাচিত হওয়ার স্বীকৃতিতে রেমিট্যান্স যোদ্ধা হিসেবে তার অবদানকে মূল্যায়ন করা হয়েছে।
আবুধাবি বিএনপি সিনিয়র সহসভাপতি ও ইউএই বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব মোহাম্মদ আবুল বশরকে এই সংবর্ধনা প্রদান করেন। অনুষ্ঠানে তিনি বাংলাদেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করার জন্য প্রণোদনা হার ২.৫ শতাংশ থেকে ৫ শতাংশে বৃদ্ধির আহ্বান জানান। পাশাপাশি প্রবাসীদের পেনশন কার্যকর করা এবং আমিরাতে বিদ্যমান ভিসা সমস্যা সমাধানে সরকারের পদক্ষেপের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণেরও অনুরোধ করেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) আল ইব্রাহীম রেস্তোরাঁর হল রুমে অনুষ্ঠিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আবুধাবি বিএনপি সভাপতি ও ইউএই বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ইসমাইল হোসেন তালুকদার। সঞ্চালনা করেন আবুধাবি বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউএই বিএনপি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য এস এম দিদারুল আলম, নূর হোসেন সুমন, মাওলানা আবুল কালাম আজাদ, সাখাওয়াত হোসেন বকুল, মুসাফফা বিএনপি সভাপতি রুহুল আমিন, জিয়া পরিষদ ইউএই কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম টিপু এবং বাংলাদেশ সমিতি আমিরাতের সহ সভাপতি নূর মোহাম্মদ।
সংবর্ধিত অতিথির প্রতি শ্রদ্ধা জানাতে বিএনপি নেতৃবৃন্দ এবং প্রবাসী নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিশেষ দোয়া ও মোনাজাতে দেশ ও প্রবাসীদের কল্যাণ কামনা করা হয় এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাতের জন্য প্রার্থনা করা হয়।
চাটগাঁ নিউজ/মান্নান/এমকেএন







