চাটগাঁ নিউজ ডেস্ক: কৃষিজমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণ করার জন্য চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। অভিযানে মাটি কাটার সময় হাতেনাতে দু’জনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে মোট ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলার পাইন্দং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে জুগনিঘাটা ব্রিজসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ নজরুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. আলমগীর ও মুহাম্মদ হাবিবুল্লাহ নামের দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মো. আলমগীরকে সাড়ে ৩ লাখ টাকা এবং মুহাম্মদ হাবিবুল্লাহকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
এ সময় দণ্ডপ্রাপ্ত দু’জন ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত হবেন না মর্মে মুচলেকা প্রদান করেন।
অভিযানে ফটিকছড়ি সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা শাহানাজ পারভীনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চাটগাঁ নিউজ/এমকেএন







