ক্রীড়া ডেস্ক: শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই। বাংলাদেশের লিডের পর ভারতের সমতা। এরপর ভারতের লিডের পর বাংলাদেশের সমতা। শুরু থেকে শেষ পর্যন্ত এভাবেই জমজমাট এক লড়াই চলে দুদলের মধ্যে। তবে বাঁশির ফুঁয়ে ৮ গোলের লড়াইটির সমাপ্তি ঘটে পয়েন্ট ভাগাভাগিতে।
ব্যাংককের ননথাবুরি স্টেডিয়ামে বুধবার (১৪ জানুয়ারি) সাফ ফুটসালে নিজেদের প্রথম ম্যাচে ভারতের সঙ্গে ৪-৪ গোলে ড্র করেছে বাংলাদেশ। লাল সবুজদের হয়ে দুটি করে গোল করেছেন মো. মঈন আহমেদ ও রাহবার ওয়াহিদ খান।
এদিন আক্রমণ-পাল্টা আক্রমণের ম্যাচে ম্যাচের নবম মিনিটে প্রথম সাফল্যের দেখা পায় বাংলাদেশ। রাহবার খানের পাস ধরে ডান দিক থেকে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করে বাংলাদেশকে এগিয়ে নেন মঈন আহমেদ। দুই মিনিট পর ভারতকে সমতায় ফেরান আনমোল অধিকারী।
প্রথমার্ধ শেষ হওয়ার চার মিনিট আগে বাংলাদেশকে ফের লিড এনে দেন রাহবার। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে গোল হজম করে লিড নিয়ে বিরতিতে যেতে পারেনি লাল সবুজরা। ভারতের লালসোয়ামপুইয়ার শট বাংলাদেশের তুহিনের পায়ে লেগে গোলকিপারকে বিভ্রান্ত করে খুঁজে নেয় জাল।
দ্বিতীয়ার্ধে প্রথমে গোল করে লিড তুলে নেয় ভারত। ২৭তম মিনিটে লালরিনজুয়ালার শট বুক দিয়ে জালে ঠেলে দ্বিতীয়ার্ধে ভারতকে এগিয়ে নেন রোলুয়াপুইয়া। তবে তাদেরকে স্বস্তিতে থাকতে দেননি মঈন। তিন মিনিট পরই দূরূহ কোণ থেকে তার শটে সমতায় ফেরে বাংলাদেশ।
এরপর ৩৬তম মিনিটে পোস্ট ছেড়ে বেরিয়ে বাংলাদেশের বিপদ বাড়ান গোলকিপার। সতীর্থের পাস ধরে ফাঁকা জালে অনায়াসে বল জড়িয়ে দেন রোলুয়াপুইয়া। ফের এগিয়ে যায় ভারত। অবশ্য পরের মিনিটেই সমতায় ফেরে বাংলাদেশ। ভারতের আনমোল তালগোল পাকিয়ে বল হারালে পেয়ে যান অধিনায়ক রাহবার। দারুণ ক্ষিপ্রতায় বলের নিয়ন্ত্রণ নিয়ে নিখুঁত শটে লক্ষ্যভেদ করে ৪-৪ সমতায় ফেরান দলকে।
জয়ের জন্য শেষ তিন মিনিটে একাধিক চেষ্টা চালায় দুদল। কিন্তু কেউই গোলের দেখা পায়নি। বাংলাদেশ শেষদিকে একটি বল জালে জড়ালেও তার আগেই রেফারি বাঁশি বাজিয়ে ম্যাচ থামিয়ে দিয়েছিলেন। তাতে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুদল।
রাউন্ড রবিন লিগের এ টুর্নামেন্টে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১৬ জানুয়ারি মালদ্বীপের বিপক্ষে। ৭ দলের এ টুর্নামেন্টে সর্বোচ্চ পয়েন্টধারী দলই চ্যাম্পিয়নের খেতাব পাবে।
চাটগাঁ নিউজ/এমকেএন







