সন্দ্বীপ প্রতিনিধি: চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে প্রায় ৩৫ দিন ধরে বিচারিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে। গত ৯ ডিসেম্বর ২০২৫ থেকে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) পদটি শূন্য থাকায় উপজেলার প্রায় ৫ লাখ মানুষ চরম ভোগান্তির মুখে পড়েছেন।
বিচারিক ম্যাজিস্ট্রেট না থাকায় নিয়মিত মামলা সংক্রান্ত হাজিরা, জামিন, রিমান্ড, অভিযোগ গ্রহণ ও অন্যান্য বিচারিক কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে ভুক্তভোগী সাধারণ মানুষকে চট্টগ্রাম শহরের সহকারী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গিয়ে এসব কার্যক্রম সম্পন্ন করতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, সন্দ্বীপ একটি বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হওয়ায় চট্টগ্রাম শহরে যেতে হলে সাগরপথ ও স্থলপথ মিলিয়ে দীর্ঘ সময়, অতিরিক্ত অর্থ ও শারীরিক শ্রম ব্যয় করতে হচ্ছে। অনেক ক্ষেত্রে এক দিনের হাজিরার জন্য পুরো দিন বা একাধিক দিন ব্যয় হয়। এতে দরিদ্র ও মধ্যবিত্তদের জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কেউ কেউ এই পরিস্থিতিকে সাধারণ মানুষের প্রতি নির্মম হয়রানি হিসেবে অভিহিত করেছেন।
স্থানীয় আইনজীবীরা জানিয়েছেন, সন্দ্বীপে নিয়মিত বিপুলসংখ্যক ফৌজদারি ও দেওয়ানি মামলা দায়ের হয়। কিন্তু চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট না থাকায় আদালতের স্বাভাবিক কার্যক্রম স্থবির হয়ে গেছে। এতে মামলার জট আরও বাড়ছে এবং বিচারপ্রক্রিয়া দীর্ঘসূত্রতায় আটকে পড়ছে।
সন্দ্বীপের সচেতন মহল ও আইনজীবী সমাজ দ্রুত এই শূন্য পদে (সিজেএম) নিয়োগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা আশা প্রকাশ করেছেন, দ্বীপাঞ্চলের মানুষ ন্যূনতম বিচারিক সেবা নিজ এলাকায়ই পাবেন।
চাটগাঁ নিউজ/ফয়সাল/এমকেএন







