চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও সাতকানিয়ার আংশিক) আসনে বিএনপির প্রার্থীর প্রধান নির্বাচন সমন্বয়কের গাড়িতে হামলার ঘটনায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদসহ ১২ জনের বিরুদ্ধে সাতকানিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
বিএনপি প্রার্থী জসিম উদ্দিন আহমেদের প্রধান নির্বাচন সমন্বয়ক ও দলীয় নেতা এম এ হাশেম রাজু গত ১১ জানুয়ারি রাতে থানায় অভিযোগটি করেন।
অভিযোগের বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, অলি আহমদসহ ১২ জনের বিরুদ্ধে কয়েকদিন আগে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
থানা সূত্রে জানা যায়, গত ৮ জানুয়ারি রাতে এম এ হাশেম রাজু কয়েকজন বিএনপি নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে সাতকানিয়ার পুরানগড় ইউনিয়নে একটি দলীয় কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচি শেষে রাত আনুমানিক ১১টার দিকে ফেরার পথে তাদের বহনকারী মাইক্রোবাসটি বাজালিয়া বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে ভাঙা ব্রিজ এলাকায় পৌঁছালে হামলার শিকার হয়।
লিখিত অভিযোগে এলডিপি সভাপতি অলি আহমদসহ ১২ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জন হামলায় জড়িত ছিল বলে দাবি করা হয়েছে। অভিযোগে বলা হয়, হামলাকারীরা এলডিপির বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং দলটির সভাপতির নির্দেশেই এ হামলা চালানো হয়েছে।
উল্লেখ্য, বিএনপি থেকে বেরিয়ে এসে এলডিপি গঠনকারী অলি আহমদের বাড়ি চন্দনাইশ উপজেলায়। এই সংসদীয় আসন থেকে তিনি অতীতে বিএনপি ও এলডিপির প্রার্থী হিসেবে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তবে আসন্ন নির্বাচনে তিনি নিজে প্রার্থী না হয়ে তার ছেলেকে মনোনয়ন দিয়েছেন।
এদিকে সম্প্রতি অলি আহমদের নেতৃত্বাধীন এলডিপি জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোট গঠন করেছে। অন্যদিকে, বিএনপি এ আসনে ব্যবসায়ী জসিম উদ্দিন আহমেদকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন







