বান্দরবান প্রতিনিধি: বান্দরবান জেলার লামা থানা পুলিশের অভিযানে ১টি দেশীয় তৈরি একনলা বন্দুকসহ ৫ বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ২টার দিকে লামা থানাধীন সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের শিলেরতোয়া চংবট মুরুং পাড়াস্থ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী কাইংপা মুরুং (৪৯) সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের চংবট মুরুং পাড়া মৃত রাংলাই মুরুং এর ছেলে।
পুলিশ জানায়, লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাসুম সরদারের তত্ত্বাবধানে এবং লামা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামালের নেতৃত্বে লামা থানার এসআই নাছির উদ্দীন ও সঙ্গীয় ফোর্সসহ ১৩ জানুয়ারি রাতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কাইংপা মুরুংকে এককক্ষ বিশিষ্ট বসতঘর (মাচাংঘর) থেকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, কাইংপা মুরুং-এর বিরুদ্ধে লামা ও আলীকদম থানায় অসংখ্য মামলা রয়েছে। তার মধ্যে একটি মামলায় ৫ বছরের সশ্রম কারাদণ্ডের পরোয়ানা এবং নরমাল পরোয়ানা রয়েছে।
লামা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, আসামীর বিরুদ্ধে লামা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।
চাটগাঁ নিউজ/ইলিয়াস/এমকেএন







