নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শাকিলা ফারজানা তার প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে করা আপিল আবেদন প্রত্যাহার করে নিয়েছেন। নির্বাচন কমিশনে আপিল শুনানির তৃতীয় দিনে তিনি আনুষ্ঠানিকভাবে আপিল থেকে সরে দাঁড়ান।
বিষয়টি আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) চাটগাঁ নিউজকে নিশ্চিত করেছেন শাকিলা ফারজানা।
তিনি বলেন, দীর্ঘদিন যেহেতু দলের সঙ্গে আছি তাই দলীয় সিদ্ধান্ত মানতে আমি বাধ্য। এবারের নির্বাচন থেকে দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমি সরে দাঁড়িয়েছি।
এর আগে সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টা থেকে নির্বাচন কমিশনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলগুলোর শুনানি শুরু হয়। শুনানির এক পর্যায়ে চট্টগ্রাম-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী শাকিলা ফারজানা তার আপিল আবেদন প্রত্যাহারের ঘোষণা দেন। ফলে তার প্রার্থিতা সংক্রান্ত আপিলের আর শুনানি অনুষ্ঠিত হয়নি।
এর আগে যাচাই-বাছাইয়ে প্রয়োজনীয় এক শতাংশ ভোটারের স্বাক্ষরে গরমিল পাওয়ায় গত ৩ জানুয়ারি চট্টগ্রাম-৫ আসনের রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন শাকিলা ফারজানার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন।
এদিকে সোমবারের শুনানিতে নির্বাচন কমিশন মোট ৩৬টি আপিল আবেদনের নিষ্পত্তি করে। এর মধ্যে ১৯টি আবেদন মঞ্জুর, ১৩টি নামঞ্জুর এবং ২টি আবেদন স্থগিত রাখা হয়। শুনানি চলাকালে কয়েকজন প্রার্থী নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও তোলেন।
চাটগাঁ নিউজ/জেএইচ







