চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে বাংলাদেশের ভূখণ্ড লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এনে মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিউ সোয়ে মোকে এ বিষয়ে বাংলাদেশের আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়। পরে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফের হোয়াইক্যং এলাকায় ৯ বছর বয়সী এক শিশু গুরুতর আহত হওয়ার ঘটনায় বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন। রাষ্ট্রদূতকে জানানো হয়েছে, বিনা উসকানিতে বাংলাদেশের দিকে গুলিবর্ষণ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং এটি দুই দেশের সুপ্রতিবেশীসুলভ সম্পর্কের পরিপন্থী।
বাংলাদেশের পক্ষ থেকে এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে, সে বিষয়ে মিয়ানমার সরকারকে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে জানানো হয়, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত বা সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সরকারের যে কোনো পরিস্থিতি যেন কোনোভাবেই বাংলাদেশের জনগণের জীবন ও নিরাপত্তার ওপর প্রভাব না ফেলে।
এ সময় মিয়ানমারের রাষ্ট্রদূত ভবিষ্যতে এমন ঘটনা রোধে তার সরকার পদক্ষেপ নেবে বলে আশ্বাস দেন। পাশাপাশি আহত কিশোরী ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন তিনি।
চাটগাঁ নিউজ/এমকেএন







