চাটগাঁ নিউজ ডেস্ক: মিয়ানমার সীমান্তের ওপার থেকে ছোড়া গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনান (৯) এখনো আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রেখে তার চিকিৎসা চলছে।
চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির মস্তিষ্কে গুলি রয়ে গেছে। মস্তিষ্কে অতিরিক্ত চাপ কমানোর জন্য অস্ত্রোপচারের মাধ্যমে খুলির একটি অংশ সাময়িকভাবে খুলে রাখা হয়েছে, যা চিকিৎসার একটি স্বাভাবিক প্রক্রিয়া।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) হুজাইফার চিকিৎসা পরিকল্পনা নির্ধারণে গঠিত মেডিকেল বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী চিকিৎসা কার্যক্রম নেওয়া হবে।
এর আগে রোববার (১১ জানুয়ারি) সকাল ৯টার দিকে বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ছোড়া গুলিতে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকায় আহত হয় শিশু হুজাইফা। ওইদিন সন্ধ্যা ৬টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেসথেসিয়া ও আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক হারুন অর রশিদ জানান, শিশুটির শারীরিক অবস্থা আগের মতোই রয়েছে। মেডিকেল বোর্ডের বৈঠকের পর তার চিকিৎসা বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত জানানো হবে।
চাটগাঁ নিউজ/এমকেএন







