লোহাগাড়ায় রাতের আঁধারে টপসয়েল কাটায় স্কেভেটর-ডাম্প ট্রাক জব্দ

লোহাগাড়া প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়ায় ফসলি জমির টপসয়েল কাটার দায়ে একটি স্কেভেটর ও তিনটি ডাম্প ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে একটি গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে পদুয়া ইউনিয়নের আলী সিকদারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন।

অভিযানকালে লোহাগাড়া থানা পুলিশের সদস্য, আনসার বাহিনী এবং ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন জানান, উপজেলা প্রশাসনের কোনো অনুমতি ছাড়াই অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কাটার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়। প্রশাসনের উপস্থিতির খবর পেয়ে মাটি কাটায় জড়িত ব্যক্তিরা দ্রুত স্থান ত্যাগ করায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে ঘটনাস্থল থেকে একটি স্কেভেটর ও তিনটি ডাম্প ট্রাক জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

চাটগাঁ নিউজ/দেশপ্রিয়/এমকেএন

Scroll to Top