চাটগাঁ নিউজ ডেস্ক : জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম জেলায় গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কার্যক্রম শুরু হয়েছে।
রোববার (১২ জানুয়ারি) বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে অবস্থিত ডিসি পার্কে জেলা প্রশাসন, চট্টগ্রামের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।
তিনি বলেন, গণভোট ২০২৬ সংসদ নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণের চাবিকাঠি, গণভোটে ‘হ্যাঁ’দিয়েই নতুন বাংলাদেশ গড়ার চাবি আপনার হাতেই তুলে নেন, একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য, ভোটারদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয় সংযুক্ত সচিব মো. মাহমুদুল হোসাইন খান এবং চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন।
বক্তারা গণতন্ত্রকে শক্তিশালী করতে ভোটারদের সচেতনতা বৃদ্ধি ও ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।
এর আগে সকালে প্রধান অতিথি লুৎফে সিদ্দিকী সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজে স্থাপিত সম্ভাব্য ভোটকেন্দ্রগুলো পরিদর্শন করেন।
চাটগাঁ নিউজ/এসএ






