যানজট ও ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁওয়ে যানজট নিরসন ও বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. কামরুল ইসলাম।

অভিযানকালে ঈদগাঁও বাসস্টেশনে যানজট নিরসনে সড়ক পরিবহন আইন এবং ঈদগাঁও বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় মোট ১৪ হাজার ৭০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। অভিযানে ঈদগাঁও থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. কামরুল ইসলাম জানান, জনসচেতনতা তৈরির লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে। তবে কেউ আইন অমান্য করলে ভবিষ্যতে অভিযান আরও জোরদার করা হবে।

চাটগাঁ নিউজ/সেলিম/এমকেএন

Scroll to Top