মহেশখালী প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্প এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (১২ জানুয়ারি) রাত ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। রাত সাড়ে ৯টা পর্যন্ত এ প্রতিবেদন লেখা সময় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম খোকন ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আগুন দাউদাউ করে জ্বলছে এবং তা মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ড এলাকায় ছড়িয়ে পড়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঘটনাস্থলের দিকে একটি ইউনিট পাঠিয়েছে বলে তারা নিশ্চিত করেছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত মহেশখালী ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়নি।
এদিকে অগ্নিকাণ্ডের বিষয়ে মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্পের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ফোন রিসিভ না করায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।
চাটগাঁ নিউজ/সজিব/এমকেএন






