পড়া হয়েছে: 51
চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকার আনন্দবাজার বেড়িবাঁধ থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১২ জানুয়ারি) দুপুরে স্থানীয়রা সন্দেহজনকভাবে রাখা একটি ব্যাগ লক্ষ্য করলে তা পুলিশকে জানান। খবর পেয়ে বন্দর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ওসি মো. আব্দুর রহিম জানান, উদ্ধারকৃত মরদেহটির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন







