টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডের ১৫ সদস্যের দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক: আগামী মাসে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডের ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। দলের নেতৃত্বে থাকবেন অভিজ্ঞ অধিনায়ক পল স্টার্লিং, যিনি আগের আসরেও আয়ারল্যান্ডকে নেতৃত্ব দিয়েছিলেন।

দলটি আগের আসরের তুলনায় মাত্র একটি পরিবর্তন এনেছে। বাংলাদেশ সফরের স্কোয়াড থেকে বাদ পড়েছেন জর্ডান নেইল। নতুন দলে যুক্ত হয়েছেন টিম টেক্টর, রস অ্যাডায়ার এবং বেন ক্যালিটজ। টিম টেক্টর ও রস অ্যাডায়ার প্রথমবারের মতো বিশ্বকাপে খেলবেন, যদিও ইতিমধ্যেই তারা টি-টোয়েন্টি আন্তর্জাতিক অভিজ্ঞতা রয়েছে—রস খেলেছেন ১৩টি, টিম ৫টি এবং ক্যালিটজ ২টি ম্যাচ।

ব্যাটিং বিভাগে অধিনায়ক স্টার্লিংয়ের সঙ্গে আছেন লরকান টাকার এবং হ্যারি টেক্টর। বোলিং আক্রমণে থাকছেন তিনজন অলরাউন্ডার—জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি এবং কার্টিস ক্যাম্পার। এছাড়াও স্পিনার হিসেবে দলে রয়েছেন বিশেষজ্ঞ স্পিনার ম্যাথু হামফ্রিজ ও বেন হোয়াইট। পেস বোলিং বিভাগে চারজন রয়েছেন—ক্রেইগ ইয়ং, মার্ক অ্যাডায়ার, জশ লিটল এবং ব্যারি ম্যাককার্থি।

গত বছরের বিশ্বকাপের দলে থাকা ১২ জনকে এবারও রাখা হয়েছে, যা দলের অভিজ্ঞতা ও স্থায়িত্ব বজায় রাখবে। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন খেলোয়াড়দের সঙ্গে অভিজ্ঞ সদস্যদের সমন্বয় আয়ারল্যান্ডকে শক্তিশালী দল হিসেবে উপস্থাপন করবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top