চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায় অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে গুরুতর আহত এক তৃতীয় শ্রেণির স্কুলছাত্রী চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (১১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে আহত শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে আনা হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা শেষে তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে।
আহত শিশুর নাম হুজাইফা আফনান (৯)। সে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হোয়াইক্যাং ইউনিয়নের লম্বাবিল এলাকার বাসিন্দা। তার পিতা জসিম উদ্দিন।
স্থানীয় সূত্রে জানা যায়, হুজাইফা সীমান্তবর্তী হোয়াইক্যাং তেচ্ছাব্রীজ এলাকায় মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর গুলিতে আহত হয়েছেন। আহত অবস্থায় শিশুটিকে চমেক হাসপাতালে আনেন তার চাচা শওকত আলী। তিনি জানান, আহত হওয়ার পর দ্রুত তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে আনা হয়েছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, গুরুতর অবস্থায় একটি শিশু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাকে আইসিইউতে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন







