চাটগাঁ নিউজ ডেস্ক: বাংলাদেশের কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। উক্ত সংঘর্ষের বেশ কয়েকটি গুলি এসে পড়ছে টেকনাফে। এর একটি গুলি আফনান (১২) নামের এক শিশুর শরীরে লাগলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
রোববার (১১ জানুয়ারি) সকালে টেকনাফের হোয়াইক্যং তেচ্ছিব্রীজ নামের এলাকায় এঘটনা ঘটে।
নিহত আফনান ৩ নং ওয়ার্ডের মোহাম্মদ জসিমের মেয়ে। এ ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়েছে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী হোয়াইক্যং এ এক শিশু গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। সেখানে পুলিশ, বিজিবি সহ সব বাহিনী কাজ করছে।
কাদের গুলিতে শিশু নিহত হয়েছে সেটি জিজ্ঞেস করলে তিনি জানান, গুলি মিয়ানমার থেকে এসেছে। কাদের গুলিতে শিশু নিহত হয়েছে সেটি নিয়ে আমরা কাজ করছি।
জানা গেছে, মিয়ানমারের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সাথে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী এবং মিয়ানমার জান্তার মধ্যে ত্রিমুখী সংঘর্ষ চলছে গেলো কয়েকদিন ধরে।
এদিকে শিশু নিহতের ঘটনায় হোয়াইক্যং এ সড়ক অবরোধ করে প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী।
চাটগাঁ নিউজ/জেএইচ







