ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে গোলাগুলির ঘটনায় মুহাম্মদ জামাল (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এতে আরো ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত জামাল লেলাং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৌলানা ওসমান সাহেবের বাড়ির মৃত আবুল খায়েরের ছেলে।
আজ শনিবার (১০ জানুয়ারি) আনুমানিক রাত ৮টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের শাহানগরের দিঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় আহতরা হলেন— মো. নাছির (৪০) ও মো. নাজিম (৪৫)।
স্থানীয়রা জানায়, হতাহতরা সন্ধ্যার পর থেকে দিঘিরপাড় এলাকায় বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় একটি সিএনজি চালিত অটোরিকশাযোগে বেশ কয়েকজন দুর্বৃত্ত এসে তাদের লক্ষ্য করে অতর্কিত গুলি চালাতে থাকে। এতে ঘটনাস্থলেই জামালের মৃত্যু হয়। গুরুতর আহত হন নাছির ও নাজিম । পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে বলেও জানায় স্থানীয় বাসিন্দারা।
এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম বলেন, লেলাং ইউনিয়নের শাহানগর এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে দুইজন আহত হওয়ার খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে কেন ঘটিয়েছে তা তদন্ত করে জানাতে পারবো।
চাটগাঁ নিউজ/আনোয়ার/এমকেএন/জেএইচ







