ফটিকছড়িতে বনভূমি উদ্ধার অভিযানে দুর্বৃত্তদের হামলা, কর্মকর্তা-কর্মচারী আহত

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে সরকারি বনভূমি উদ্ধার ও উচ্ছেদ অভিযানে অংশ নিতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় বন বিভাগের একাধিক কর্মকর্তা-কর্মচারী আহত হয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ধুইল্যছড়ি এলাকায় ঘটনাটি ঘটেছে।

হামলার পরপরই আহতদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের মধ্যে রয়েছেন—সহকারী বন সংরক্ষক (এসিএফ) খান মোহাম্মদ আবরারুর রহমান, ধুরুং বন বিভাগের এফবি খন্দকার মাহফুজ আলী, চট্টগ্রাম সদর রেঞ্জ কর্মকর্তা বাচ্চু মিয়া, হাসনাবাদ রেঞ্জ কর্মকর্তা সিফাত আল রাব্বানি, গাড়িচালক বিপ্লব এবং মো. তুয়ার।

প্রত্যক্ষদর্শী ও বন বিভাগ সূত্রে জানা গেছে, হামলার সময় দুর্বৃত্তরা একটি সিএনজি, একটি মাইক্রোবাস এবং একটি সরকারি জিপ গাড়ি ভাঙচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে।

বন বিভাগ সূত্র আরও জানায়, ধুরুং বন বিভাগের আওতাধীন কাঞ্চননগর ইউনিয়নের ধুইল্যছড়ি এলাকায় সরকারি বনভূমি দখল করে হাফেজ মোহাম্মদ শাহ আলম নঈমী নামের এক ব্যক্তি ‘জালালিয়া রজবিয়া প্রাথমিক বিদ্যালয়’ নামে একটি প্রতিষ্ঠান নির্মাণ করেন। ২০২৫ সালে সরকারি বনভূমি দখল করে নির্মিত ওই অবৈধ স্থাপনা উচ্ছেদের লক্ষ্যে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করতে গেলে একদল দুর্বৃত্ত তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

এ বিষয়ে বিভাগীয় বন কর্মকর্তা (উত্তর) মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, সরকারি বনভূমি দখল করে অবৈধভাবে একটি প্রতিষ্ঠান নির্মাণ করা হয়েছিল। সেটি উচ্ছেদ করতে গেলে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা চালানো হয়। এতে তারা গুরুতর আহত হন। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

চাটগাঁ নিউজ/আনোয়ার/এমকেএন

Scroll to Top