জামালখানে উৎসবে ২৫ হাজার বই বিনিময়

চাটগাঁ নিউজ ডেস্ক : নগরের জামালখানে হয়ে গেল সপ্তম বই বিনিময় উৎসব। ‘বই নয়, জ্ঞানের বিনিময়’ শীর্ষক এবারের আয়োজনে পাঠকরা মোট ২৫ হাজার বই বিনিময় করেন। অভিনব উৎসবটি আয়োজন করে স্টোরিটেলিং প্ল্যাটফর্ম ফেইল্ড ক্যামেরা স্টোরিজ।

শুক্রবার জামালখান মোড়ে অভিনব উৎসবটি আয়োজন করে স্টোরিটেলিং প্ল্যাটফর্ম ফেইল্ড ক্যামেরা স্টোরিজ।

সৃজনশীল এই আয়োজনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিড় করেন তরুণ-তরুণী ও শিশুরা। সবারই হাতে অনেকগুলো পুরনো বই।

বই বিনিময় উৎসবে একজন পাঠক তার পঠিত বইটি রেখে বিনামূল্যে অন্য বইটি বিনিময় করে নিয়ে যেতে পারেন। এবার বই বিনিময় উৎসবে আরও ছিল ‘প্রায়োরিটি বাংলাদেশ’ শীর্ষক চিত্র প্রদর্শনী। এখানে স্থান পায় বাংলাদেশের সাহিত্য, সিনেমা, লোকগান, ইতিহাস, চট্টগ্রাম, জাতিবৈচিত্র্য ও অন্যান্য বিষয়ের স্থিরচিত্র। উৎসবে প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক হরিশংকর জলদাস।

তিনি বলেন, প্রতিবারই বই বিনিময় উৎসবের কলেবর বাড়ছে। এত সীমাবদ্ধতার ভেতরেও সাহিত্যের প্রতি তাদের এই মুগ্ধতা আমাদের উচ্ছ্বসিত করে। চট্টগ্রামের অসংখ্য ঐতিহ্য-ঐতিহাসিক স্থান আছে। এই বই বিনিময় উৎসব চট্টগ্রামের তেমনই এক নতুন ঐতিহ্য হিসেবে গড়ে উঠেছে। এই ঐতিহ্যকে আমাদের সংরক্ষণ করতে হবে। এই উৎসবের সূচনালগ্ন থেকেই আমি আসি। প্রত্যক্ষ করি। কিছু তরুণ এই সময়ে এসেও কেবল নিজেদের ভালো লাগা থেকেই এই উদ্যোগকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ব্যাপারটিই আমাকে আপ্লুত করে।

বই বিনিময় উৎসবের সমন্বয়ক ও ফেইল্ড ক্যামেরা স্টোরিজের পরিচালক সাইদ খান সাগর বলেন, ছয় বছর আগে পাঠক তৈরির উদ্দেশ্যে বই বিনিময় উৎসব শুরু। সেটা আমাদের জাতীয় সাংস্কৃতিক জীবনে বৈচিত্র্য ঘটিয়েছে। বইমেলার মতো বই বিনিময় উৎসবের জন্যও পাঠক এখন অপেক্ষায় থাকেন। বিশেষ করে যারা বই কিনতে চান কিন্তু অর্থাভাবে পারেন না, তাদের জন্য উৎসবটি বই পড়া অব্যাহত রাখতে সাহায্য করছে। সবার প্রতি আমরা কৃতজ্ঞ।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top