লোহাগাড়ায় দেয়াল ধসে যুবকের মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের লোহাগাড়ায় নির্মাণ কাজের অপ্রত্যাশিত দুর্ঘটনায় একজন যুবক প্রাণ হারিয়েছেন। বাড়ি সংস্কারের সময় ভেঙে পড়া দেয়ালের ইটের চাপেই এই মর্মান্তিক ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে চুনতি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শামসু হাজী পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মো. খালেদ (২২) শামসু হাজী পাড়ার ট্রাক্টর চালক আব্দুল মান্নানের ছেলে।

স্থানীয়রা জানায়, খালেদ সকালে পরিবারের পুরাতন বাড়ির দেয়াল ভাঙার কাজে নিয়োজিত ছিলেন। এসময় দেয়াল ভেঙে ইটের অংশ তার উপর পড়ে যায়। দ্রুত তাকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুনতি ইউপি প্যানেল চেয়ারম্যান ইয়াছিন মাঝি এবং লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল জলিল ঘটনাটি নিশ্চিত করেছেন।

লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. শিমুল দত্ত জানান, খালেদ হাসপাতালে আনার আগেই মারা যান।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top