চাটগাঁ নিউজ ডেস্ক: গাজীপুর মহানগরের জোগিতলা এলাকায় পুরাতন মোটরসাইকেল কেনার কথা বলে এনসিপির এক কর্মীকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ না হওয়ায় তিনি প্রাণে বেঁচে গেলেও হামলাকারীরা তার মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী এনসিপি কর্মীর নাম মো. হাবিব চৌধুরী (২৫)। তিনি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার ব্রাহ্মণ বাউগা এলাকার বাসিন্দা হলেও বর্তমানে গাজীপুর মহানগরের বাসন থানাধীন মোগরখাল এলাকায় বসবাস করছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাবিব চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার একটি পুরাতন মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দেন। এর পর দুজন ব্যক্তি ক্রেতা সেজে তার সঙ্গে জোগিতলা এলাকায় দেখা করতে আসে। একপর্যায়ে একজন মোটরসাইকেলটি চালিয়ে দেখার কথা বলে সেটিতে ওঠে। ঠিক তখনই অপরজন হাবিব চৌধুরীকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি ছোড়ে।
তবে সৌভাগ্যক্রমে গুলি তার শরীরে লাগেনি। এ সুযোগে দুর্বৃত্তরা মোটরসাইকেলটি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
হাবিব চৌধুরী জানান, মোটরসাইকেল কেনার কথা বলে পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়েছে। গুলি করে ভীতসন্ত্রস্ত করে তার মোটরসাইকেল ছিনিয়ে নেওয়া হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার তাহেরুল হক চৌহান বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
চাটগাঁ নিউজ/এমকেএন







