টেকনাফে এক লাখ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফ উপজেলায় পানের বরজের ভেতর মাটির নিচে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-১৫। এ ঘটনায় মোহাম্মদ হাকিম (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) টেকনাফের বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীয়াপাড়া এলাকায় মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন একটি পানের বরজে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার সংখ্যা এক লাখ পিস বলে জানিয়েছে র‌্যাব।

গ্রেপ্তার মোহাম্মদ হাকিম বাহারছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নোয়াখালীয়াপাড়ার বাসিন্দা। তিনি ওই এলাকার নুরুল ইসলামের ছেলে।

র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা মোহাম্মদ হাকিমের পানের বরজে অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় হাকিম নিজেই মাটির নিচে পুঁতে রাখা ইয়াবাগুলো বের করে দেন। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top