ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর ১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বাগানবাজার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রুপাইছড়ি খাল সংলগ্ন বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম। এ সময় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত পাঁচটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। পাশাপাশি খাল থেকে অবৈধভাবে উত্তোলিত আনুমানিক ২০ হাজার ঘনফুট বালুও জব্দ করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনস্বার্থ সুরক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম বলেন, জনস্বার্থে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/আনোয়ার/এমকেএন







