চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর লালখান বাজার এলাকা থেকে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় ধর্ষণ ও হত্যার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে র্যাবের পাঠানো এক বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়। তবে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এআরএম মোজাফফর হোসেন জানান, প্রাথমিক তদন্তের ভিত্তিতে দুইজনকে আটক করা হয়েছে। ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।
এর আগে গত শনিবার দিবাগত রাতে নগরীর লালখান বাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে শিশুটির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শুরুতে শিশুটির পরিবার খুলশী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম জানান, ভাড়া বাসার একটি কক্ষ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক পর্যবেক্ষণে শরীরে আঘাতের চিহ্ন বা ধর্ষণের স্পষ্ট আলামত পাওয়া যায়নি। তবে ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
তিনি আরও জানান, মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং ধর্ষণের কোনো আলামত রয়েছে কি না—তা নিশ্চিত করতে পরীক্ষার জন্য প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
বুধবার রাতে শিশুটির পরিবারের সদস্যরা থানায় এসে ধর্ষণ ও হত্যা অভিযোগে একটি মামলা দায়ের করেন। বর্তমানে র্যাবের হাতে গ্রেপ্তার ব্যক্তিদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এদিকে শিশুটির মা দাবি করেছেন, তার মেয়ে আত্মহত্যা করতে পারে—এটি তিনি কোনোভাবেই বিশ্বাস করতে পারছেন না। তিনি আরও জানান, মরদেহ উদ্ধারের সময় শিশুটির পা মাটির সঙ্গে লাগানো ছিল, বিষয়টি তারা পুলিশকে অবহিত করেছেন।
চাটগাঁ নিউজ/এমকেএন







