বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে নিখোঁজের চার দিন পর মো. জসীম উদ্দীন (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বিদগ্রামে কৃষ্ণ মল্লিক বাড়ির পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জসীম উদ্দীন শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বুড়া মসজিদ এলাকার মাতব্বর বাড়ির মরহুম আহমদ ছৈয়দের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলী জানান, দীর্ঘদিন ধরে জসীম উদ্দীন মানসিকভাবে অসুস্থ ছিলেন। অসুস্থতার কারণে তিনি বিবাহ করতে পারেননি। কিছুদিন আগে তিনি নিখোঁজ হন।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহফুজুর রহমান বলেন, জসীম উদ্দীন মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
চাটগাঁ নিউজ/ইয়াসিন/এমকেএন







