সীতাকুণ্ডে শিপ ইয়ার্ড থেকে ২ শ্রমিকের মরদেহ উদ্ধার

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ঘাটঘর এলাকায় একটি পুরাতন জাহাজ ভাঙা কারখানায় গভীর রাতে ডাকাতের হামলায় দুইজন নিহত হয়েছেন বলে অভিযোগ করেছে ইয়ার্ড কর্তৃপক্ষ।

সোমবার (৫ জানুয়ারি) সকালে কুমিরাস্থ কে আর শিপ ইয়ার্ড থেকে ফায়ার সার্ভিসের একটি দল দুইজনের মরদেহ উদ্ধার করে। এর মধ্যে একজনের মরদেহ খণ্ড-বিখণ্ড অবস্থায় পাওয়া যায়।

নিহতরা হলেন মো. খালেক প্রামাণিক রতন (৩৪) ও সাইফুল ইসলাম (৩৭)। তাদের দুজনের বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর সদর থানার আব্দুল্লাহপুর এলাকায়। তারা দুজনই কে আর শিপ ইয়ার্ডে কর্মরত শ্রমিক ছিলেন।

কে আর শিপ ইয়ার্ডের ম্যানেজার আবু সাজ্জাদ মুন্না জানান, রোববার দুপুরে কাটিংয়ের জন্য একটি স্ক্র্যাপ জাহাজ আনা হয়। রাতে একটি ডাকাত দল ওই জাহাজে হামলা চালায়। এ সময় সাগরে দায়িত্বরত দুইজন গার্ড বাধা দিতে গেলে ডাকাতরা তাদের ওপর হামলা করে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

চট্টগ্রাম শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, ডাকাতির ঘটনায় দায়িত্বরত দুইজন গার্ড নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।

তবে মালিকপক্ষ ডাকাতির ঘটনা দাবি করলেও স্থানীয়দের ভাষ্য ভিন্ন। স্থানীয়রা জানান, রোববার ওই ইয়ার্ডে একটি নতুন জাহাজ বিচিং করা হয়। জাহাজ টানার জন্য ওয়্যার লাগানোর সময় হঠাৎ সেটি ছিঁড়ে গিয়ে দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত হন।

বিস্তারিত দেখুন সিপ্লাস টিভিতে………………

চাটগাঁ নিউজ/দুলু/এমকেএন

Scroll to Top