চাটগাঁ নিউজ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে মনোনয়ন যাচাই-বাছাই শেষে ৯ জন প্রার্থীর মধ্যে ৮ জনের মনোনয়ন বৈধ এবং একজনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি) প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ তথ্য জানান চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
যাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন— জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, বিএনপির মনোনীত প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ লেয়াকত আলী, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর এডভোকেট কফিল উদ্দিন (সাবেক জেলা পিপি), নেজামে ইসলাম পার্টির মুসা বিন ইজহার, ইসলামী আন্দোলনের হাফেজ মাওলানা রুহুল্লাহ, সুন্নি ঐক্যজোটের মাওলানা আব্দুল মালেক আশরাফী এবং বাংলাদেশ মুসলিম লীগের এহসানুল হক।
অন্যদিকে, গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আরিফুল হক তায়েফের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
জানা গেছে, আয়কর সংক্রান্ত জটিলতার কারণে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ লেয়াকত আলীর মনোনয়নপত্র পুনরায় যাচাই-বাছাই করা হয়। পরে বিকেল ৪টার পর রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বৈধ ঘোষণা করেন।
চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও মনোনয়ন দাখিলের শেষ দিনে রিটার্নিং কর্মকর্তা (জেলা প্রশাসক) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (সহকারী রিটার্নিং কর্মকর্তা) বরাবর ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
নির্বাচন অফিসের তথ্যমতে, মনোনয়নপত্র দাখিল না করা দুই প্রার্থী হলেন— বাংলাদেশ খেলাফত মজলিসের মুহাম্মদ নেছার উদ্দিন এবং স্বতন্ত্র প্রার্থী মীর মোহাম্মদ দোস্ত। বাঁশখালী আসনে ৯ জন প্রার্থীর মনোনয়ন দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা দেবাশীষ দাশ।
চাটগাঁ নিউজ/জসিম/এমকেএন







