চাঁদার দাবিতে সাবেক সাংসদ মুজিবুর রহমানের বাড়িতে গুলিবর্ষণ

চাটগাঁ নিউজ ডেস্ক: চাঁদা না পাওয়ার জেরে চট্টগ্রাম নগরীর চন্দনপুরা এলাকায় বাঁশখালীর সাবেক সংসদ সদস্য ও স্মার্ট গ্রুপের স্বত্বাধিকারী মুজিবুর রহমানের বাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে একদল মুখোশধারী সন্ত্রাসী।

আজ শুক্রবার (২ জানুয়ারি) ভোরে মাইক্রোবাস করে এসে সন্ত্রসীরা এই ঘটনা ঘটায়। এ সময় তিনি ও তার পরিবারের সদস্যরা বাড়িতেই ছিলেন। তবে কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। ইতোমধ্যে এই ঘটনার সিসিটিভির একটি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভুক্তভোগী মুজিবুর রহমান বলেন, ‘বড় সাজ্জাদের পরিচয় দিয়ে একটি বিদেশি নম্বর থেকে মাস দেড়েক আগে ফোন করে আমাকে যোগাযোগ করতে বলা হয়। আমি বিষয়টি তেমন আমলে নেইনি। দুইবার ফোন করা হয়েছিল। আজকের ঘটনার সময় আমি ঘুম ছিলাম। আমার বাড়ির সামনে এসে তারা গুলি করেছে। এ মুহুর্তে আমি ও আমার পরিবার উদ্বিগ্ন’।

এ ঘটনায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ দক্ষিণ বিভাগের উপকমিশনার হোসাইন কবির জানান, চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী বাহিনীর অনুসারীরা তার বাড়ি লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি করেছে। এই ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। একটি মাইক্রোবাসে ৮ জন মুখোশধারী এসেছিল। এরপর পিস্তল উঁচিয়ে কয়েক রাউন্ড ফায়ার করে তারা চলে যায়।’

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘ দুই দশক ধরে দেশের বাইরে বসেই সন্ত্রাসী সাজ্জাদ আলী নিয়ন্ত্রণ করছেন নগর ও জেলার বিস্তৃত সন্ত্রাসী নেটওয়ার্ক। সাজ্জাদ ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড আসামির তালিকায় রয়েছেন। তালিকা অনুসারে তার নাম সাজ্জাদ হোসেন খান। চাঁদা না পেলেই গুলি করেন সাজ্জাদের অনুসারীরা। নগরের চান্দগাঁও, বায়েজিদ বোস্তামী ও পাঁচলাইশ এবং জেলার হাটহাজারী, রাউজানসহ পাঁচ থানার ৫ লাখের বেশি মানুষকে সাজ্জাদের বাহিনীর কারণে আতঙ্কে থাকতে হয়।

গত বছরের ৫ আগস্টের পর থেকে এ জেলায় জোড়া খুনসহ ১০টি খুনে সাজ্জাদের অনুসারীদের নাম উঠে এসেছে। তারা কখনো আধিপত্য বজায় রাখতে নিজেদের প্রতিপক্ষকে খুন করছেন। আবার কখনো ভাড়াটে খুনি হিসেবেও ব্যবহৃত হয়েছেন বলেও জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, মুজিবুর রহমান ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের বাঁশখালী থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তাঁর স্মার্ট গ্রুপ একটি বৃহৎ শিল্পগোষ্ঠী। তার পোশাক, টেক্সটাইল, রিয়েল এস্টেট, জ্বালানি খাতে বিনিয়োগ রয়েছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top