পড়া হয়েছে: 85
চাটগাঁ নিউজ ডেস্ক : নগরের কোতোয়ালী থানা এলাকায় অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে সাত জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন আকারের তিনটি স্টিলের ছোরা ও একটি কাঁচি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দিবাগত রাতে নগরের রেলওয়ে জামে মসজিদের মূল ফটকের সামনে পাকা সড়কে এই অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ৭ জন হলো- মো. আলাউদ্দিন (৩০), রমজান হোসেন রুবেল ওরফে দাইত্যা রুবেল (৩২), মো. জাহাঙ্গীর আলম (৩৫), জাহিদুল ইসলাম (২৭), মো. শান্ত (১৯), মো. মঞ্জুর আলম (৩০) ও মো. শরীফ (৩০)।
ওসি আফতাব উদ্দিন জানান, গ্রেপ্তার সাতজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া গ্রেপ্তার প্রত্যেক আসামির বিরুদ্ধে অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে।
চাটগাঁ নিউজ/এসএ







