ঘন কুয়াশায় শাহজালালের ৯ ফ্লাইটের ৪টি নেমেছে চট্টগ্রামে

চাটগাঁ নিউজ ডেস্ক: ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৯টি ফ্লাইট অবতরণ করতে পারেনি। এর মধ্যে ৪টি ফ্লাইট নেমেছে চট্টগ্রামে। বাকি ফ্লাইটগুলো পাঠানো হয়েছে কলকাতা ও ব্যাংককে।

আজ শুক্রবার (২ জানুয়ারি) সকাল থেকে বৈরী আবহাওয়ার কারণে চরম ভোগান্তির মুখে পড়েছেন ফ্লাইটের যাত্রীরা।

বিষয়টি নিশ্চিত করেছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ।

তিনি জানান, দৃষ্টিসীমা বা ভিজিবিলিটি অনেক কমে যাওয়ায় রানওয়েতে নিরাপদ অবতরণ অসম্ভব হয়ে পড়ে। তাই কয়েকটি ফ্লাইট নিরাপত্তার স্বার্থে বিকল্প বিভিন্ন বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছে। এর মধ্যে ৪টি ফ্লাইট চট্টগ্রাম বিমানবন্দর, ৪টি ফ্লাইট কলকাতা বিমানবন্দরে, আর একটি ফ্লাইট ব্যাংকক বিমানবন্দরে পাঠানো হয়েছে।

পরিস্থিতি পর্যবেক্ষণ করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, কুয়াশার ঘনত্ব কমে দৃশ্যমানতা ৮০০ থেকে ১০০০ মিটারের ওপরে গেলেই কেবল রানওয়েতে বিমান ওঠানামা শুরু করার অনুমতি দেওয়া হবে। বিলম্বিত ফ্লাইটের যাত্রীদের জন্য সংশ্লিষ্ট এয়ারলাইনসমূহ প্রয়োজন অনুযায়ী খাবার ও হোটেল সুবিধা প্রদান করছে।

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচদিন দেশের আবহাওয়ায় কুয়াশা ও শীতের প্রভাব অব্যাহত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী দিনগুলোতে সারাদেশে তাপমাত্রা আরও কমতে পারে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top