ফরহাদ সিকদার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে বিএনপির প্রার্থী ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় নিজের ও স্ত্রীর সম্পদের বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন।
হলফনামা অনুযায়ী, তারেক রহমানের মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৯৬ লাখ ৮০ হাজার ১৮৫ টাকা। অন্যদিকে তার স্ত্রী চিকিৎসক জোবাইদা রহমান-এর মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৫ লাখ ৩০ হাজার ১৯১ টাকা।
হলফনামা থেকে জানা যায়, নগদ অর্থ ও ব্যাংকে জমার ক্ষেত্রে তারেক রহমানের তুলনায় তার স্ত্রী জোবাইদা রহমানের অর্থের পরিমাণ বেশি। তারেক রহমানের নগদ অর্থ দেখানো হয়েছে ৩১ লাখ ৫৮ হাজার ৪২৮ টাকা, আর জোবাইদা রহমানের নগদ অর্থের পরিমাণ ৬৬ লাখ ৫৪ হাজার ৭৪৭ টাকা।
আয়কর বিবরণী অনুযায়ী, সর্বশেষ অর্থবছরে তারেক রহমানের বার্ষিক আয় ৬ লাখ ৭৬ হাজার ৩৫৩ টাকা, আয়কর দিয়েছেন ১ লাখ ১ হাজার ৪৫৩ টাকা। অন্যদিকে জোবাইদা রহমানের সর্বশেষ অর্থবছরের আয় ৩৫ লাখ ৬০ হাজার ৯২৫ টাকা, আয়কর দিয়েছেন ৫ লাখ ৫৭ হাজার ৭১৩ টাকা।
হলফনামা অনুযায়ী, তারেক রহমানের নামে ৯০ লাখ ২৪ হাজার ৩০৭ টাকার এফডিআর রয়েছে। আর জোবাইদা রহমানের এফডিআরের পরিমাণ ৩৫ লাখ টাকা। হলফনামায় আরও উল্লেখ করা হয়, তারেক রহমানের নিজের, স্ত্রী বা কোনো নির্ভরশীল ব্যক্তির নামে কোনো ঋণ, সরকারি পাওনা কিংবা আর্থিক দায় নেই। এছাড়া দেশের বাইরে তারেক রহমানের আয়ের কোন উৎসের কথাও উল্লেখ নেই দাখিলকৃত হলফনামায়।
৫৭ বছর বয়সি এই বিএনপি নেতা হলফনামায় জানিয়েছেন, তার বিরুদ্ধে একসময় ২০০৪ সাল থেকে দায়ের হওয়া মোট ৭৭টি মামলা ছিল। তবে ধাপে ধাপে সবগুলো মামলা থেকেই তিনি অব্যাহতি পেয়েছেন। বর্তমানে তার নামে কোনো ফৌজদারি মামলা নেই বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।
তারেক রহমান ঢাকা-১৭ আসনের পাশাপাশি বগুড়া-৬ আসন থেকেও মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রসঙ্গত, নির্বাচনি আইন অনুযায়ী মনোনয়নপত্রের সঙ্গে প্রার্থীদের ১০ ধরনের তথ্য সংবলিত হলফনামা জমা দেওয়া বাধ্যতামূলক এবং এসব তথ্য জনসমক্ষে প্রকাশের বিধান রয়েছে।
চাটগাঁ নিউজ/এসএ







