বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি ২টি একনলা বন্দুক ও ১টি কার্তুজ উদ্ধার করেছ পুলিশ।
বুধবার (৩১ ডিসেম্বর) রাতে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি (পুলিশ পরিদর্শক) মো. আনোয়ারুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বাইশারী বাজারের পাশের এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
এসময় পুলিশ মধ্যম বাইশারী এলাকার ডাকাত হোছন (২৯)-এর বাড়ির সামনে থেকে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ২টি দেশীয় তৈরি একনলা বন্দুক ও ১টি ৭.৬২ এমএম কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। তবে এ অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা সাংবাদিকদের জানান, এলাকায় অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ ও গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় অবৈধ ২টি অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়েছে।
এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলমান। এছাড়াও উদ্ধারকৃত অস্ত্র ও গুলি থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
স্থানীয়রা জানান, বাইশারী এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী ও ডাকাতের তৎপরতা রয়েছে। সামনে নির্বাচন তাই পুলিশের এ অভিযান চলমানে এলাকার মানুষের মাঝে স্বস্তি ফিরে আসবে এমন আশা ব্যক্ত করেন।
চাটগাঁ নিউজ/ইলিয়াছ/এমকেএন







